প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
টাঙ্গাইলে যুবসমাজের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল শহরে যুবকদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ৯আগস্ট শনিবার দিন ব্যাপী আদি টাঙ্গাইল যুব সমাজের উদ্যোগে মসজিদে নূর প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, এটি মহৎ একটি কাজ। এ রকম আয়োজন প্রত্যেকটি সমাজে করলে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। তাই যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান করেন তিনি।এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ বাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক রোগির ব্লাড গ্রুপিং, ওজন উচ্চতা প্রেসার ও ডায়াবেটিক টেস্টসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা এবং পুষ্টি বিষয়ে সেবা প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com